জীবননগর আন্দুলবাড়ীয়ায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

 

জীবননগর অফিস:

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে এক দিনের বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি রোগী

দেখে যাচাই-বাছাই শেষে ছানি অপারেশন করা হয়েছে। আন্দুলবাড়ীয়া এক নম্বর ওয়ার্ড সমৃদ্ধি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চক্ষু ও ছানি রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ।মোট রোগীর সংখ্যা ছিল ২১১ জন।

তার মধ্যে যাচাই-বাছাইকৃত ৩১ জন ছানি রোগীকে অপারেশনের জন্য যশোর আদ্ দ্বীন হাসপাতালের নিজস্ব পরিবহন যোগে নিয়ে যাওয়া হয়।

রোগী দেখেন যশোর আদ্ দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল টিম। উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী আরিফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *