জীবননগর বাঁকায় কৃষক-কৃষানিদের উঠান বৈঠক অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে কৃষক-কৃষাণিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাঁকা গ্রামে অনাবাদি পতিত জমিন ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে শেষে বাড়ির আঙিনায় লাগানোর জন্য ২০ জনকে ফলের চারা ও সবজির বীজ দেয়া হয়। এছাড়া একটি পুষ্টি খাবারের প্লেট (কোন খাবারে কেমন পুষ্টি খেলা) দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন,

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান,বাঁকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম, বাঁকা পশ্চিমপাড়া আইপিএম ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন হোসেন প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *