জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর শহরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আস সুন্না একাডেমির আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসায় সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান।
এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবি করতে হবে।
রমজান নাজিলের মাসে সবাইকে কুরআন শিক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালিতে আস সুন্না একাডেমি প্রধান শিক্ষক আব্দুল্লাহ মারুফ, শিক্ষক এহসানুল্লাহ, আলী ইউন, আজিম, মনিরুল ইসলাম,মো.হাসানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।