জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর দরগাপাড়ায় চিশতিয়া তরিকাপন্থি এক সাধকের আস্তানায় হামলা চালিয়ে সাধক সারোয়ারকে(৫৫) কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে।
এ সময় হামলাকারিরা তার আস্তানায় থাকা সাউন্ড বক্স ও সাইন্ড বোর্ড ভাংচুর করে ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা ২০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।
ঘটনাটি রোববার রাত সাড়ে ৯ টার দিকে সংঘটিত হয়েছে। আহত সাধক সারোয়ারকে জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নেয়া হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী সুত্র জানায়,জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ার মৃত ওহাব বকস মন্ডলের ছেলে একজন তরিকাপন্থি সাধক। তিনি অনুমান ১৮ বছর আগে তরিকা সাধনের জন্য নির্জন এলাকা গয়েশপুর মাঠের মধ্যে আস্তানা গড়ে তোলে। সেখানে ফাঁকা মাঠের মধ্যে তিনি দীর্ঘদিন স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। প্রথমদিকে সবাই অবাক হলেও পরবর্তীতে বিষয়টি সবার কাছে
স্বাভাবিক মনে হয়।
এদিকে সারোয়ার সাধকের বসবাস দেখে সেখানে আরো কয়েকটি পরিবার কয়েক বছর আগে বসতি স্থাপন করে। কিন্তু তাদের অভিযোগ সারোয়ার ফকির সেখানে তরিকা সাধনের নামে সাউন্ড বক্স বাজিয়ে গান বাজনা করেন। নামাজের
সময়ও মানে না। অন্যদিকে সেখানে মাদক দ্রব্যও বেচাকেনা হয়।
তবে সাধক সারোয়ারের দাবী তিনি তার আস্তানায় সাউন্ড বক্স’র মাধ্যমে জিকির আজগার করেন। তার আস্তানায় সাধু-গুরু ও ভক্তদের যাতায়াত আছে। তবে সেখানে নেশা দ্রব্য সেবন করা হয় কথাটা ঠিক নয়। আমি প্রতিদিনের মত রোববার রাত সাড়ে ৯ টার দিকে সাউন্ড বক্সের মাধ্যমে আল্লাহ –রসুলের নামে জিকির
করছিলাম। কিন্তু আমার প্রতিবেশী নাহিদ,হাবিল,রিপন,লাল মিয়া ও আরিফ তা মানতে না পেরে তারা আকস্মিক ভাবে আমার আস্তানায় হামলা চালিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।
আমার স্ত্রী সুখিরন তাদেরকে বাঁধা দিলে তারা আমার স্ত্রীকেও মারপিট করে। তারা আমার আস্তানার সাইন্ড বোর্ড ও সাউন্ড বক্সটি ভাংচুর করে এবং আস্তানার ভিতরে প্রবেশ করে
ছাগল বিক্রির ২০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। তাদের হুমকি ধামকীতে আমি আতঙ্কের মধ্যে আছি।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম পাকু বলেন,সারোয়ার ফকির সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ঠিক। তবে তিনি পরিবেশ পরিস্থিতি কিছুই মানেন না। নামাজ ও আজানের সময় বক্স বাঁজায় বলে প্রতিবেশীদের অভিযোগ। একই ভাবে রোববার রাতে উচ্চস্বরে বক্স বাঁজানোর কারণে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন বলে শুনেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।