জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গারর জীবননগ থানা পুলিশের অভিঢ়ানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক স্বামী- স্ত্রীসহ তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে- জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার লালন মিস্ত্রি’র ছেলে মোঃ কাইয়ুম আলী (৪০) ও তার স্ত্রী মোছাঃ লাবনী (৩৪) অপরজন একই উপজেলার একতারপুর গ্রামের লাল চাঁদ’র ছেলে মোঃ তারেক।
গ্রেফতারকৃতদেরকে বুধবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দামুড়হুদা থানাধীন নাপিতখালী গ্রামে অভিযান পরিচলনা করে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ০১ বছর, ০৬ মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত ও অপর একটি মামলায় ০৩ মাসের সাজা পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ কাইয়ুম আলী ও তার স্ত্রী মোছাঃ লাবনী এবং সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ তারেককে উথলী এলাকা হথেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।