জীবননগর পিয়ারাতলার হতদরিদ্র শাহজান ঢালী প্রতিপক্ষের মিথ্যা মামলা-হামলায় দিশেহারা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলার হতদরিদ্র শাহজান ঢালীকে(৭১)প্রতিপক্ষরা একের পর এক কোর্টে মিথ্যা মামলা আর থানায় অভিযোগ দিয়ে এবং হুমকি ধামকী ও হামলা চালিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ

ভাই-ভাইপো ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। জমি সংক্রান্ত একটি মামলায় রায় শাহজান ঢালীর পক্ষে হওয়ার শঙ্কায় তার ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।বৃদ্ধ শাহজান ঢালী এ ব্যাপারে জীবননগর থানা পুলিশের মানবিক সহযোগীতার জন্য লিখিত আবেদনের প্রস্তুতি গ্রহন করেছেন।

জীবননগর পিয়ারাতলা পশ্চিমপাড়ার মৃত মাইন উদ্দিন ঢালীর ছেলে হতদরিদ্র বলেন,আমমোক্তা পাওয়ারনামা মুলে একটি জমি নিয়ে লক্ষ্মীপুর মিলপাড়ার ফজলুল হক প্রধান ও তার ছেলে বজলুর রহমান বদুদের সাথে দীর্ঘদিন মামলা মোকদ্দমা
চালিয়ে আসছি। মামলার চুড়ান্ত পর্যায়ে রায় আমার পক্ষে হওয়ার সম্ভবনায় তারা
আমার আপন ভাই ফারুক ঢালী ও তার তিন ছেলে আলামিন,মনু মিয়া ও কোরবানদের সাথে আমার নানা কারণে প্রতিপক্ষতা সৃষ্টি হওয়ার সুযোগে একজোট হয়ে আমাকে
নানা ভাবে হুমকি ধামকী ও হামলা করে পুরো পরিবারকে দিশেহারা করে তুলেছে।
তারা কখনও তাদের সৃষ্ট ঘটনায় আবার কখনও আমাদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ও আমার সন্তানদের বিরুদ্ধে একের পর এক কোর্টে মিথ্যা মামলা-মোকদ্দমা ও থানায় লিখিত অভিযোগ দিয়ে নানা ভাবে হয়রানি করে
সর্বশান্ত করার চেষ্টা করছে।

তাদের উদ্দেশ্যে আমি যাতে ওই জমির মামলা থেকে নিবৃত্ত থাকি। আমার ভাই ও ফারুক ও তাদের সন্তানদের বর্তমান আল্লাহ অর্থবিত্ত দেয়ায় তারা আমাকে ছোটখাটো বিষয়ে মিথ্যা মামলা দিয়ে আবার কখনও মাস্তান দিয়ে আমাকে হয়রানি করছে।

সর্বশেষ ২৪ মার্চ সকাল ১০ টার দিকে আমার প্রতিপক্ষ বদুর ছেলে শাহিন আদালতে বিরোধপুর্ণ জমির মামলাটি আপস নিস্পত্তির জন্য পিয়ারাতলা বাসস্ট্যান্ডে ডেকে নেয়। সেখানে আমার সাথে কথাবার্তার এক পর্যাযে আমার ওপর মারমুখি আচরন করে এবং হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত ফারুক বলেন,শাহাজান ঢালী আমার ভাই। কিন্তু সে আমাদের প্রতি ভুল বুঝে একের পর এক মিথ্যা অভিযোগ আমার ও আমার চার ছেলের বিরুদ্ধে করেই চলেছে। তাকে অত্যাচার নির্যাতন করার ও তার বিরুদ্ধে মিথ্যা
মামলা-মোকদ্দমা করার অভিযোগ সত্য নয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার চামেলী খাতুন বলেন,শাহজান ঢালী একজন হতদরিদ্র ও নি:স্ব প্রকৃতির মানুষ। অপরদিকে তার ভাই ফারুক ঢালী প্রভাবশালী ও অর্থ বিত্তের মালিক হওয়ায় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে শাহাজান ঢালীকে অত্যাচার নির্যাতন করে আসছেন। আমরা স্থানীয় উদ্যোগেও তাদেরকে নিবৃত্ত করতে পারিনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা যেতে পারে। তদন্ত করলেই কে অপরাধী তা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *