আমিনুর রহমান নয়ন:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্রাট হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৩ টার দিকে দিকে নিজ বাড়ীতে মোটরের পানিতে গোসলের সময় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট হোসেন একই গ্রামের জিরো পয়েন্ট এলাকার লিয়াকতের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শনিবার দুপুরে গোয়ালে ঢুকে নিজের দুটি গরুকে গোসল করান সম্রাট।
রোজা রাখা অবস্থায় অত্যন্ত গরমের এ সময় তিনি মোটরের পানি দিয়ে নিজেকেও ভিজিয়ে নেন।
পরে সেখান থেকে বের হওয়ার সময় গোয়ালের ভেতর ঝুলতে থাকা একটি তারে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিহতের বাড়িতে উপস্থিত হন জীবননগর থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন।
বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে লাশ দাফনের অনুমতি প্রদান করে পুলিশ।
শনিবার রাত ১০টার সময় সেনেরহুদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতের লাশ ওই গ্রামের জান্নাতুল খাদরা কবরস্থানে দাফন করা হয়।