জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিমকে(৩৫) গ্রেফতার করেছেন। মঙ্গলবার সকালের দিকে এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালের দিকে জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কালা গ্রামের মৃত জাকের আলীর ছেলে আব্দুল হালিম একটি গাঁজার চালান নিয়ে কালা এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হালিমকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার নিকট হইতে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামীকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।