জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়
ওয়ারেন্টভুক্ত ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। রোববার দিনগত রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪০), উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মৃত মহাসিন
আলীর ছেলে কাশেম উদ্দিন কসিম (৫৫), জসিম উদ্দিন জসি (৬১), কাশেম উদ্দিনের ছেলে সজল (২০), মৃত মমিন উদ্দিনের ছেলে হিরোক (৩০), মগবুলের ছেলে বাবুল (২৫),
হাউস আলীর ছেলে হাসান আলী (২১), মহাসিন আলী বিশ্বাসের ছেলে তাহাজ উদ্দিন তাজুক (৪৯),
তাহাজ উদ্দিনের ছেলে শাহিন হোসেন (২১), সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের মৃত ফকির চাঁদ মালিতার ছেলে লাল মিয়া হারান (৬৫), লাল মিয়ার ছেলে সেলিম হোসেন (৩২), গয়েশপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে চন্দন (২৬), জাহিদুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (৩০), মৃত মল্লিক মণ্ডলের ছেলে শরীফ (৪৫) ও রুমাত আলী (৪০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১জন সিআর এবং ১৪ জন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
তিনি আরও বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।