জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামির হোসেন(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সংঘটিত হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে নিহত জামিরের পরিবারের শোকের মাতম শুরু হয়েছে।
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামের প্রান্তিক কৃষক জান্নাত আলীর একমাত্র ছেলে জামির হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি মঙ্গলবার সকাল সাড় ১১ টার সময় নিজ বাড়ীর ছাঁদ ঢালাইয়ের কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় ভাইব্রেশন মেশিন বিদ্যুতায়িত হলে জামির হোসেন অসাবধানত: বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলের ছাদেই মৃত্যু বরণ করেন। নিহত জামির হোসেন তার পিতামাতার একমাত্র ছেলে সন্তান ছিলেন।
তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের আহজারিতে আশেপাশের আকাশ-বাতাস ভারী হয়েে উঠেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।