মহেশপুর,প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে শাহাজাহান ফকির (৬৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। হত্যাকান্ড নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে প্রকাশ,মঙ্গলবার দিবাগত রাতে মৃত শাহাজাহান ফকিরের নিজ বাসায় তিনি এই হত্যার স্বীকার হন।
কিভাবে হত্যা হলো পরিবারের লোক তা এখন ও জানে না। তারা জানিয়েছে রাতে যেকোন সময় কুপিয়ে করা হয়।
সকালে পুলিশকে খবর দিলে মহেশপুর থানার ওসি ও কোটচাদপুর র্সাকেল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ঝিনাইদহ মর্গে পাঠানোও ব্যবস্থা করেন।
মহেশপুর থানার ওসির মাহববুব রহমান কাজলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শাহাজাহান নামে এক ব্যাক্তি খুন হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। হত্যার বিষয়ে এখনি সব বলা যাচ্ছে না।
এই বিষয়ে তার স্ত্রী নিমি বেগম সাংবাদিকদের জানাছে তারা স্বামী স্ত্রী একই ঘরে ছিলো,রাতে এক মহিলাসহ ২জন ব্যাক্তি ঘরে ডুকে তাকে
আলাদা ঘরে আটকে রেখে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সে আরো জানায় হত্যাকারীরা তার স্বামীর ভক্তবৃন্দ।