জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পক্ষে থেকে চিকিতসাধীন চেয়ারম্যান আব্দুল হান্নানের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় মাদরাসা হল রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার সহসুপার ফয়জুল আহমাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন। মাদরাসার কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ্ব এই দোয়ায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় দর্শনা থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে উথলী মোল্লাবাড়ী নামক স্থানে পৌঁছলো দুর্বৃত্ত কুপিয়ে মারাত্মক
ভাবে জখম করে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে।বর্তমানে তিনি ঢাকা মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন। চেয়ারম্যান আব্দুল হান্নারের ফুসফুসে অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।