জীবননগর অফিস-
স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ এর সভাপতিত্বে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ভূমি সপ্তাহ পালনের লক্ষ্যে এই প্রেস কনফারেন্স করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ প্রেস কনফারেন্সে বলেন, আগামী ৮ জুন থেকে ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে একটি বুথ স্থাপন করা হবে।সেখানে সবাই ভূমি সংক্রান্ত যেকোনো সেবা পাবেন।
ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সেবাগ্রহীতাদের গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে- ই-নামজারির।আবেদন করার বিষয়ে অবহিতকরণ
ও সহযোগিতা প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণসহ জনগণকে সংশ্লিষ্ট সেবা প্রদান ইত্যাদি।
তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।’ ইউএনও এ বিষয়ে প্রচার-প্রচারণা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, মুতাছিন বিল্লাহ, রিপন হোসেন, মহিবুল ইসলাম মুকুল প্রমূখ।