মহেশপুর প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজুকে(২৪) অবশেষে খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর জমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে খালিশপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার সময় তাকে গ্রেফতার করেন।
মহেশপুর থানার সাব-ইন্সপেক্টর জমির হোসেন বলেন, হত্যা/কাণ্ডের দিন থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭দিনের মাথায় হত্যা মামলার প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছি।
শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজু যশোর জেলার চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজুকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৮ মে বুধবার ২০২৪ ইং গভীর রাতে মহেশপুর উপজেলার মাদারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের শাহজাহান আলী ফকিরকে (৬৫) নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়।
পরে নিহত শাহজাহান ফকিরের মেয়ে রাফিজা খাতুন বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।