জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ”স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক”প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ভূমি সেবা সপ্তাহের
উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
উদ্বোধনের আগে জীবননগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনারের
(ভূমি) কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং সাংবাদিক সালাউদ্দীন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, বীর মুক্তিযোদ্ধা
দলিল উদ্দীন দলু, বীর মুক্তিযোদ্ধা আরশাফ আলী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল প্রমুখ৷
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন- আপনারা জমি কেনার আগে সচেতন হবেন। যে জমি কিনবেন সেই জমির বিষয়ে কোনো মামলা বা অন্য কোনো সমস্যা আছে কি না সেটা খোঁজ নেবেন। কেউ নামজারির জন্য অতিরিক্ত টাকা দেবেন না। কেউ অতিরিক্ত টাকা দাবী করলে এসিল্যাড কিংবা ইউএনওর কাছে
সরাসরি অভিযোগ করবেন। তিনি আরও বলেন, জমির দাখিলা অত্যান্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা এখন অনলাইনেই জমির খাজনা দিতে পারবেন। অনলাইনেই দাখিলা সংগ্রহ করতে পারবেন।
এজন্য ইউনিয়ন পরিষদের উদ্দোক্তাদের সহযোগিতা নিতে পারেন। এছাড়া আগত সকলের সমস্যার কথা শোনেন এবং প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান বলেন- অফিসে না এসে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভূমি সেবা দেয়া হচ্ছে। কোনো প্রকার নগদ অর্থ লেনদেন করতে হচ্ছে না। জনগনকে এই সেবা সম্পর্কে জানানোর উদ্দেশ্যেই এই
সপ্তাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।
এব্যবস্থায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি
করবে।
আলোচনা সভা শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বুথ ও হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নামজারির আবেদনের বিষয়ে অবহিতকরণ, সহযোগিতা ও আবেদন গ্রহণ
করা হয়।
অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, গণশুনানি,আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণসহ জনগণকে সংশ্লিষ্ট সেবা দেওয়া হয় জীবননগরে একটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হবে।