জীবননগর অফিস:
-চুয়াডাঙ্গার জীবননগর- দত্তনগর সড়কের পুরাতন তেতুলিয়া বাড়ভাঙ্গা নামক স্থানে গরু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ট্রাকরিতে ১৫ টি গরু ছিল। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকায় সংঘটিত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আয়নাল শেখের পুত্র মনিরুজ্জামান ও আবুল হোসেনের পুত্র কামরুল ইসলাম দুজনেই গরু ব্যবসায়ী।
তারা ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন গ্রাম থেকে ১৫ টি গরু ক্রয় করে। গরু ১৫ টি তারা একটি ট্রাক যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন।তাদের গরু ভর্তি ট্রাকটি জীবননগর দত্তনগর সড়কের বাড়ভাঙ্গা নামক
স্থানে পৌছানো মাত্র চালক বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। তবে এতে ট্রাক,চালক,হেলপার,গরু সব কিছুই ভাগ্যক্রমে রক্ষা পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানা অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,
গরু বোঝায় ট্রাক খাদে উল্টিয়ে যাওয়ার খবর শুনে দ্রুত জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।