জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিকের হাত অজানার উদ্দেশ্যে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি আদালতে মামলার প্রস্তুতি চলছে।
জীবননগর উপজেলার উথলী মালোপাড়ার রায়হান উদ্দিন বলেন,আমার ছেলে বশির উদ্দিন গত ৭ মাস আগে মালয়েশিয়ায় চলে যায়।
আমার বাড়ীতে পুত্রবধু জিনিয়া তার একমাত্র সন্তান জিসানকে(৬) নিয়ে বসবাস করে আসছিল।
এ অবস্থায় পুত্রবধু জিনিয়া দর্শনা থানাধীন বাটকেমারী গ্রামের ইদু মন্ডলের ছেলে নাজমুল হকের পরকীয়া প্রেমে আসক্ত হয়।
বিষয়টি আমার প্রথমদিকে টের পাইলে তাদেরকে সাবধান করে দিই। কিন্তু তারপরও তারা গোপনে পরকীয়া সম্পর্ক অব্যাহত রাখে।
আমি ও আমার স্ত্রী বয়সের ভারে অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘুমিয়ে পড়ি। আর এই সুযোগে পুত্রবধু জিনিয়া খাতুন রাস্তায় খেলা করা
অবস্থায় তার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে কোথায় চলে যায়। পরবর্তীতে আমরা খোঁজাখুজি করতে থাকি। পরে জানা যায়,নাজমুল হকের সাথে জিনিয়া কোথায় চলে গেছে।
বর্তমানেও নাজমুলও তার বাড়ীতে নেই। এমন পরিস্থিতিতে প্রবাসীর বশিরের পরিবার বিপাকে পড়েছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।