জীবননগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবী রাসেলকে এক বছরের জেল জরিমনা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক পৌর শহরের হাসপাতালপাড়ায় অভিযান পরিচালনা করেন।

এসময় মাদক সেবন ও মাদক দ্রব্য রাখার অপরাধে রাসেল মিয়া(২৮) নামের এক মাদকাসক্তকে এক বছর জেল ও অর্থ জরিমানা করা হয়েছে। ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সংঘটিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক হাসিনা মমতাজ জীবননগর পৌর শহরের হাসপাতালপাড়ার আলমগীর হোসেনের ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তার বাড়ীতে উপস্থিত হয়ে মাদক সেবন ও গাঁজা সাথে রাখার প্রমান মিলে।


রাসেলকে মাদক আইন-২০১৮ এর ৩৬ (১) সারনীর ২১ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে জীবননগর থানা পুলিশ সহযোগিতা করেন।

জীবননগর থানার থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন দন্ডপ্রাপ্ত রাসেল মিয়াকে পরোয়ানা মোতাবেক রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *