জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রাম থেকে রাতের আধারে একটি ইজিবাইক চুরি হয়েছে। ঘটনাটি বুধবার দিনগত বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে। এ্ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন বলেন,আমি একজন ইজিবাইক চালক। আমি প্রতিদিনের মত বুধবার বিকাল ৬ টার
দিকে গাড়ী চালানো শেষে নিজ বাড়ীর উঠানে গাড়ীটি চার্জে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ি।
পরবর্তীতে বুধবার দিনগত বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে ঘুম থেকে জেগে দেখি যে,গাড়ীটি উঠানে নেই। আমি তো রীতিমত হতবাক হয়ে পড়ি।এরপর আমরা গাড়ীটি বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকি। কিন্তু কোথাও কোন হদিস পাওয়া যায়নি।
পাথিলা গ্রামের সাবেক মেম্বার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
,ইজিবাইকটি চুরির ঘটনায় গ্রামের ইজিবাইক ও পাখিভ্যান চালক এবং মোটর সাইকেল বাইকারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।