জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই ও তার শ্বশুর বাড়ীর লোকজনের হামলায় বড় ভাই ও ভাবী আহত হয়েছে।
ঘটনাটি শুক্রবার দুপুর ১২ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মহন শাহের ছেলে হাবিল উদ্দিন(৩০) বৈবাহিক সুত্রে দর্শনা থানাধীন কুড়লগাছি স্বপরিবারের বসবাস করেন। অন্যদিকে তার বড় ভাই হাফিজুর রহমান((৩২) দেহাটি গ্রামে নিজ পৈর্তৃক
ভিটায় বসবাস করেন।এ অবস্থায় তাদের উভয়ের মধ্যে পৈর্তৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
এদিকে হাবিল শুক্রবার সকালের দিকে তার শ্বশুর পক্ষের আত্মীয় শাওনসহ ৬-৭ জন নিয়ে দেহাটি হাজির হয়। দুপুর ১২ টার দিকে হাবিল ও হাফিজুর দুই ভাইয়ের পৈর্তৃক জমির ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির
এক পর্যায়ে হাবিল তার বড় ভাই হাফিজের মাথায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং তার ভাবী শেফালী খাতুনকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে হাফিজুর রহমানকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত আছে।