জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। সোমবার সকালে গোয়ালপাড়া পিচ মোড় খালের ব্রিজ নামক রাস্তা থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করেন।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত বলেন,আমি সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালের দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া পিচ মোড় রাস্তায় মাদক ও বিশেষ অভিযান পরিচালনা করছিলাম।
ওই দিন সকাল ৯.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া পিচ মোড় ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।
তাদের শরীর তল্লাসী করে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে-উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মইদুল হকের ছেলে হাসিবুল ইসলাম বুদো(১৯) ও সদর আলীর ছেলে মিতুল ওরফে রাতুল(২০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে