মহেশপুর প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুরে ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধু খালেদা খাতুন।
সোমবার সকালে উপজেলার রাখালভোগা গ্রামের আব্দুল খালেকের মেয়ে খালেদা খাতুন এই সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন,আমার মৃত-স্বমীর ব্যাংকে রেখে যাওয়া ২ লক্ষ টাকা মহেশপুর ডাচ-বাংলা ব্যাংকে যৌথ একাউন্টে রাখতে এসে ব্যাংকের কর্মকর্তা আনিচুর রহমান আমার সকল কাগজপত্রে সই স্বাক্ষর নিয়ে টাকা জমা করার পর তিনি জালিয়াতি করে আমার ননদ রেহেনা ও ননদাই মিথুন মাষ্টারের যোগ সাজসে আমার শ্বাশুড়ির নামে একক ভাবে একাউন্ট করে টাকা জমা করেছে যা সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে।
গত জানুয়ারি/২৪ মাসে আমার স্বামী মহি উদ্দিন মারা যায় আমাদের একটি সাড়ে ৩ বছরের সাদেক নামে একটি ছেলে আছে। তার ভবিষতের কথা চিন্তা করে আমার নামে নমিনি করে রেখে যাওয়া ২ লক্ষ টাকা এফডিআর করা জন্য গত ফেব্রæয়ারি/২৪ মাসে মহেশপুর বাসস্ট্যান্ডে ডাচ-বাংলা ব্যাংকে আসলে আনিচুর নামে ব্যাংক কর্মর্কতা এই ঘটনা ঘটায়।