মহেশপুরে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে মহেশপুর পৌর সভার কাউন্সিলাদের সংবাদ সম্মেলন

মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে মহেশপুর পৌর সভায় কাউসিলররা সংবাদ সম্মেলন করে এবং অসত্য কথাবার্তা ফেসবুকে না ছড়ানোর আহবান করেন।

বুধবার দুপুরে মহেশপুর পৌর সভার সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য ভুলবুঝা বুঝির ঘটনায় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ফেসবুক লাইফে এসে পৌর সভার মেয়র ও খেলাকে কেন্দ্র করে অকথ্য কথাবার্তা ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সংবাদ  সম্মেলনে বক্তব্য রাখেন,কমিশনার কাজী আতিয়ার রহমান,প্যালেন মেয়র শ্যামা পদো হালদার,জাহাঙ্গীর আলম,আব্দুস সালাম প্রমুখ।

কাজী আতিয়ার রহমান সাংবাদিক সম্মেলনে বলেন,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ফেসবুক লাইফে এসে যা বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং ভিত্তিহীন।

তিনি আরো বলেন,মঙ্গলবার বঙ্গবন্ধু গোল ক্যাপ টুনামেন্ট খেলা ছিলো পৌর সভা ও আজমপুর ইউনিয়নের মধ্যে।

খেলায় একটি থ্রীকিক-কে কেন্দ্র করে গোলযোগ হলে জিন্টু চেয়ারম্যান নিজে আগ বাড়িয়ে পৌর মেয়রের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারসহ গণ্যমান্য ব্যাক্তিরা বিষয়টি সমাধান করে দেয় কিন্তু এর পর নাজমুল হুদা জিন্টু ফেসবুকে লাইফে এসে পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানহানী কর বক্তব্য দেয়।

আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার অসত্য বক্তব্য প্রত্যাহারের আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *