জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর চুয়াডাঙ্গার জীবননগর মহাসড়কের মহেশপুর ফতেপুর নামক স্থানে একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাসি চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের ৫ টি সোনার বারসহ ৩ কারবারিকে গ্রেফতার করেন বিজিবি।
উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মুল্য ৪ কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করেন।
৫৮ বিজিবির পরিচালকলে.কর্ণেল অধিনায়ক শাহ মো: আজিজুস শহীদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জিবিএম এর নেতৃত্বে একটি দল মহেশপুরজীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে তিন যাত্রীর শরীর থেকে সোনার বারগুলো উদ্ধার করে।
আটককৃতরা হচ্ছে-দিনাজপুর জেলার ফুবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী(৪২) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সারুটিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৫৫)।
উদ্ধারকৃত সোনার বারগুলো গ্রেফতারকৃতদের শরীরের বিশেষ কৌশলে সংরক্ষিত ছিল। এ ঘটনায় মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং উদ্ধারকৃত সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।