জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রামের বিশারত আলী(৫৫) এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার বিকাল তিনটার দিকে ডুমুরিয়া বিলের মাঠ নামক স্থানে সংঘটিত হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্র জানায়,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত ইছাহক মন্ডলের ছেলে প্রান্তিক কৃষক বিশারত আলী(৫৫) প্রতিদিনের মত বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ডুমুরিয়া বিলের মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘের সাথে বজ্রপাতের সৃষ্টি হয়।
তিনি বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হন। তাকে মাঠে কাজ করা কৃষকেরা উদ্ধার করে চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত কৃষক বিশারত আলী প্রতিদিনের মত ঘটনার সময় মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে তার মাঠেই মৃত্যু হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি
অপমৃত্যু হয়েছে।