গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ছয় নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইউপি সদস্যগণ ও এলাকাবাসী।
মঙ্গলবার ( ২০আগস্ট) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় ইউপি সদস্যরা ও এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় তারা সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন।
একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য চুন্নু মিয়া, মো: ইসহাক, মো: বদর উদ্দিন,সজিবুর রহমান, মো: কামাল মো: আব্দুর রহিম, মো: আব্দুল সেলিম, মো: ফারুক মিয়া, মো:শাহাব উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য নূরুন্নাহার, শিরিন শারমিন, কুলসুম বেগম, সাবেক ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, আবুল বাশার প্রমুখ।