গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোমনাথ সাহা ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণে করায় শহরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় ছাত্র জনতা।
মঙ্গলবার (২০আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ ও পৌর ভবনের সামনে তারা আনন্দ মিছিল করেন।
আনন্দ মিছিল শেষে শহিদ হারুন পার্কে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান হোসেন খান জুয়েল।
অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক আলী আকবর আনিছ, সাবেক কাউন্সিলার আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, শাকিব মুনশী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সৈকত হোসেন নাদিম, মাহবুবুল ওয়াহাব মনি, মো. আসাদ, আজিজুল হক, আল আমি ভূঁইয়া, বাহালুল মুনশী, পৌর শ্রমিক দলের আহবায়ক অলি মুনশী প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুনশী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মামুক্ত হলো বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে এ সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাচ্ছি। এতে জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছেন।
এর আগে গত তিনদিন ধরে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়।
সোমবার দুপুরে গৌরীপুর পৌরসভার মেয়রসহ সারা দেশের মেয়রদের অপসারণ হওয়ার খবরে মুহূর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করেন।