গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদীস্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহরের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের
যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ রাইসুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার হারুন পার্ক হতে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুরুল ইসলাম মন্জু, যুগ্ম আহবায়ক এ আর খান, যুগ্ম আহবায়ক নয়ন মিয়া,
যুগ্ম আহবায়ক মামুন,যুগ্ম আহবায়ক শামীম, সাগর, রাকিব, মোস্তাকিম, লাদন, শাহীন, স্বপন, বাবু, সারোয়ার, নূর নবী,অলী, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিম আকন্দ, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুল ইসলাম বাবু প্রমুখ।