গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল গৌরীপুর শহরে এ মিছিলের আয়োজন করেন।
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ রাইসুল ইসলাম এর নেতৃত্বে গৌরীপুর শহীদ হারুন চত্তর থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের দোসরদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান। এছাড়াও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বক্তারা বলেন, ছাত্র জনতার বিজয়ের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টা ভারত সরকার সহজে মানতে পারেনি, তাই ত্রিপুরা রাজ্যের বাঁধের গেইট তারা খুলে দেয়ায় বাংলাদেশে এখন বন্যায় প্লাবিত। ভারতের সাথে আগের সরকার গোলামির সম্পর্ক তৈরি করেছিল, আমরা কোনো গোলামির সম্পর্ক চাই না। আমরা চাই অন্তবর্তীকালীন সরকার যেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুরুল ইসলাম মন্জু, যুগ্ম আহবায়ক এ আর খান, যুগ্ম আহবায়ক নয়ন মিয়া, যুগ্ম আহবায়ক মামুন,যুগ্ম আহবায়ক শামীম, সাগর, রাকিব, মোস্তাকিম, লাদন, শাহীন, স্বপন, বাবু, সারোয়ার, নূর নবী,অলী, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিম আকন্দ, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুল ইসলাম বাবু প্রমুখ।