গৌরীপু‌রে শেখ হাসিনাসহ ৬৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

মো: সাজ্জাতুল ইসলাম, (গৌরীপুর) ময়মন‌সিংহ :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা  আন্দোলনের সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে মাদ্রসাছাত্র শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিব
ও ক‌লেজ ছাত্র শহীদ জুবায়েরকে হত্যার ঘটনায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ  ৬৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
 ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবা‌দিক‌দের এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত‌দের প‌রিবা‌রের প‌ক্ষে গত রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয়েছে। রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবায়েরের বাবা আনোয়ার উদ্দিন এ অভিযোগটি দায়ের করেন।
অ‌ভি‌যোগ সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারধর ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত
সা‌বেক সমাজকল‌্যান মন্ত্রী রা‌শেদ খান মেনন, সা‌বেক তথ‌্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আই‌সি‌টি মন্ত্রী জুনাইদ আহ‌ম্মেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সা‌বেক র‌্যা‌বের ডি‌জি মো: হারুন অর র‌শিদ, গৌরীপুর থানার সা‌বেক অ‌ফিসার ইনচার্জ সুমন রায়, এসআই শ‌রিফুল ইসলাম, পু‌লিশ কন‌স্টেবল কং/১১৩২ মো মোক‌লেছুর রহমান, কং/২১৫৮ মো: শ‌ফিকুল ইসলাম, কং/১২৬৫ মো: সা‌মিউল হক, কং/২১১৯ আবুল বাশার খান,
এসআই জাহাঙ্গীর আলম, কং/১০৬৬ মো: শ‌নিরুজ্জামান, কং/১৩৭৯ মো: আ‌নোয়ার হো‌সেন, কং/১৭৯১ আব্দুল মা‌লেক, কং/৮৩৫ মো: ম‌বিনুর রহমান খান, কং/ ১৫৭১ ওয়াজকুরনী, কং/ ১৩৫৬ মো: শামীম আহ‌ম্মেদ, ময়মন‌সিংহ ৩ আস‌নের সা‌বেক এম‌পি ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও উপ‌জেলা চেয়ারম‌্যান সোমনাথ সাহা,
সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান যুবলী‌গের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, উপ‌জেলা আওয়ামী ল‌ি‌গের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক আবুল কালাম আজাদ, সা‌বেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি সৈয়দ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলী‌গের সাধারণ সম্পাদক তানজির আহম্মেদ রাজীব, মোর্শেদুজ্জামান সেলিম,
ঢাকা বিশ্ব বিদ‌্যাল‌য়ের ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি সঞ্জিত চন্দ্র দাস (৩২), ডাঃ হেলাল উদ্দিন, আব্দুল কাদির, ইউ‌পি চেয়ারম‌্যান এম. এ. কাইয়ুম, নেজামুল হক, সালাউদ্দিন কাদের রুবেল, হযরত আলী,মোঃ জয়নাল আবেদীন,  শহিদুল হক সরকার, আবিদুর রহমান প্রান্ত, তমাল পাঠান, জোসেফ উদ্দিন জজ, রন্টি চৌধুরী, উমর ফারুক স্বাধীন, মেহেদী হাসান মিথুন ,দেলোয়র হোসেন বাচ্চু,
উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি উত্তম সরকার, মোঃ মোশারফ হোসেন জুয়েল, মোঃ আল আমিন শেখ, আহাম্মদ ডিলার, সাজ্জাত নূর, আবু সাঈদ, হাবিবুর রহমান হাবি, মিজানুর রহমান মনির, ফেরদৌস আলম, মাহমুদুল হাসান মাসুদ, এমদাদ, নুরুল ইসলাম, খোকন মিয়া, সোহেল রানা, নূরে এলাহী হিরামন, সাদিকুর রহমান সেলিম, দুলাল আহম্মেদ।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার উদ্দেশে নির্বিচারে গুলি চালায়।
তখন গুলিবিদ্ধ হন মাদরাসা ছাত্র রা‌কিব, ক‌লেজ ছাত্র বিপ্লব ও জুবা‌য়ের।তা‌দের আশঙ্কাজনক অবস্থায় ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। এসময় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে আহত হন আ‌রো অর্ধশত আ‌ন্দোলন কারী ছাত্র জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *