জীবননগর ছটাঙ্গাপাড়ায় ফলন্ত ড্রাগন গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী ছটাঙ্গাপাড়া মাঠে প্রতিপক্ষরা প্রান্তিক কৃষকের জমির ড্রাগন গাছ কেটে ও বাগানের বিভিন্ন উপকরণ ভেঙ্গে ও তছরুপ করে সর্ব মোট দু’লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।

ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার দিকে সংঘটিত হয়েছে। এ্ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী ছটাঙ্গাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে প্রান্তিক কৃষক ফরিদ মিয়া(৩২) বলেন,আমার একই গ্রামের ফুফা কাদের গাজী ও তার আশরাফ গাজী জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে আমাকে নানা ভাবে হুমকি ধামকী দিয়ে আসিছলেন। তাদের দাবী তারা আমার বাবার নিকট জমি পাবে।

কিন্তু আমি গত দুই বছর আগে ড্রাগন আবাদ করেছি। তারা সে সময় জমি সম্পর্কে কোন অভিযোগ আপত্তি না করলেও হঠাৎ করে কথা নেই বার্তা নেই মঙ্গলবার সন্ধ্যায় আমার ফুফা কাদের গাজী তার দুই ছেলে আশরাফ গাজী ও শরিফ গাজী আমার ক্ষেতের ২০০ টি ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

অন্যদিকে তারা ড্রাগন ক্ষেতের সিমেন্টের খুঁটি ও অন্যান্য উপকরণ ভাংচুর করে ও তছরুপ করে আরো এক লাখ টাকার ক্ষতি সাধন করে। সেই জমিতে সাথে সাথে তারা মেহগুনি গাছ লাগিয়ে দিয়েছে। এখন আমি তাদেরকে প্রতিরোধ করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটবে। সেই শঙ্কার মধ্যে রয়েছি।

ছটাঙ্গাপাড়ার সাবেক ইউপি সদস্য আমিনুল সরদার বলেন,ঘটনার কথা শুনেছি। তবে ঘটনাটি নিয়ে উভয়পক্ষ বর্তমানে কি সিদ্ধান্ত নিয়েছে তা জানি না। আমাদের কাছে আসলে উভয়পক্ষ নিয়ে বসে আপস নিস্পত্তির চেষ্টা করব।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার ব্যাপারে কার্যকিরি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *