জীবননগর অফিস:-
সারাদেশের মত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সর্বত্রই শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমুলক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠিত প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান,
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. সাজেদুর রহমান,সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শ্রী রমেন বিশ্বাস, সাগর কুমারসহ উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।