জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্যোগে এক কিলোমিটার ভাঙ্গা-চূরা রাস্তা সংস্কার করা হয়েছে। সীমান্ত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের এক কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে তিন গ্রামের প্রায় ৬ হাজার মানুষের প্রতিদিন চরম দুর্ভোগ হচ্ছিলেন।
শুক্রবার সকাল ১০ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সীমান্ত ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের নেতাকর্মীসহ গ্রামবাসীর সহযোগিতায় রাস্তাটির সংস্কার করেন।
জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সূত্রে জানা যায়,সীমান্ত ইউনিয়ন দুই ওয়ার্ডের গোয়ালাপাড়া প্রাইমাররী স্কুলের পাশ হতে এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে
। যার কারণে তিন গ্রামের মানুষসহ দুইটা প্রাইমারি স্কুল, তিনটা মাদ্রাসা, একটি বিনোদন কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে।
কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হাওয়াই প্রায় ৬ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিষয়টি জামায়াত ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা বারবার কর্তৃপক্ষকে বলার পরেও রাস্তাটি সংস্কার হয় না।
ফলে সবাই মিলে ইট-বালু দিয়ে রাস্তা সংস্কার করে, মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার আমির
মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী আলা উদ্দীন, সহ-সেক্রেটারী মোঃ জালাল উদ্দীন, সহ-সেক্রেটারী মোঃ জহুর আলমসহ সীমান্ত ইউনিয়নের দুই ওয়ার্ডের নেতৃবৃন্দ।