জীবননগর অফিস:-
সন্ধ্যার পর থেকে অপেক্ষার পালা শুরু নেতা আসবেন,তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন। কিন্তু অপেক্ষা আর শেষ হয় না। এরই মধ্যে অনেকই ফিরে গেছেন নিজ বাড়ীতে। নেতাকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষার কারণ কি এ প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ।
অবশেষে রাত সাড়ে ১০ টার সময় অপেক্ষার পালার অবসান ঘটে। এ সময় নেতাকর্মীকে সাথে নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড
চত্বরে এসে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।
বহু প্রতিক্ষার পর নেতাকর্মীরা পেয়ে নিজেদেরকে ধন্য মনে করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানতে পারেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান সন্ধ্যা ৬ টার মধ্যে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে জীবননগর পৌছাবেন। কিন্তু তিনি আসার সময় অনেকগুলো পথসভায় যোগদান করার কারনে জীবননগরে যথাসময়ে পৌঁছাতে পারেননি। তিনি রাত সাড়ে ১০ টায় জীবননগর বাসস্ট্যান্ডে পৌঁছালে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন,সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, পৌর আমীর ফিরোজসহ উপজেলা জামায়াতে ইসলামী, যুব জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা এবং পৌর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের পাশাপাশি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি -সেক্রেটারি ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এ সময় মেহেরপুর জেলা -উপজেলা জামায়াতের দায়িত্বশীল ৫০ জন নেতা উপস্থিত থাকবেন। মতবিনিময় অনুষ্ঠানটি শনিবার সকাল সাড়ে ৬ টায় চুয়াডাঙ্গা সাহিদ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে।