জীবননগর অফিস:-‘
দশম গ্রেড আমাদের দাবি নয়,আমাদের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মত জীবননগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জীবননগর শহরের বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি খালিদ হোসেন,সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,সহকারী শিক্ষক নাজমুল হোসেন,সুরাইয়া খাতুন,সাইফুর রহমান,আজানবারী। মানববন্ধনে মুল বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী বাবর আলী।
মানববন্ধনে উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, দশম গ্রেড পাওয়া আমাদের নৈতিক অধিকার। আমরা মানব গড়ার কারিগর,আমাদের মাধ্যমে দেশের সমাজ তৈরি হয়।
দেশের বড় বড় অফিসার তৈরি হয়,। তাছাড়া বর্তমানে এসএসসি এইচএসসি পাশ করে বিভিন্ন জায়গায় চাকরি করে আমাদের থেকে বেশী বেতন পাচ্ছেন।
অথচ আমরা মানুষ গড়ার কারিগর আর আমাদের সংসার চলে না।আমাদের ন্যায্য দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
মানববন্ধনে উপজেলার ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।