অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় শর্ট সিলেবাসের দাবিতে  জীবননগরে মানববন্ধন

জীবননগর অফিস:-

”এক দফা, এক দাবি অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার যৌক্তিক শর্ট সিলেবাস চাই” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ১০ টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপজেলার তিনটি মাধ্যামিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।  এ সময় শিক্ষার্থীরা জীবননগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মুক্তমঞ্চে একত্রিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে।

শিক্ষার্থীদের মধ্যে শোভা বলেন,সারা দেশের ন্যায় আমাদের জীবননগর উপজেলাও  মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি আমাদের অষ্টম ও নবম  শ্রেণীর সিলেবাস শর্ট করার জন্য।

শিক্ষার্থী নাইম বলেন,অষ্টম ও নবম শ্রেণীর শর্ট সিলেবাস জন্য আমরা মানববন্ধন করছি। আশা করছি অতি দ্রুতই আমাদের বার্ষিক পরীক্ষার জন্য শর্ট সিলেবাস প্রকাশ না করা হবে। তা না হলে ভবিষ্যতে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামবো।

শিক্ষার্থীদের পক্ষে মাহিম বলেন, আমরা আমাদের এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। এতে অনেকে খারাপ বলবে, অনেকে ভালো বলবে। কিন্তু আমরা জানি  শর্ট সিলেবাস আমাদের জন্য কতটা প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *