জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেধাবী মাদ্রাসা ছাত্র তছলিম উদ্দিন(১৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ হওয়ার এক সপ্তাহের মাথায় চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা গেছেন। নিহত তছলিম উদ্দিন গত ২৩ সেপ্টেম্বর বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার মীরপাড়ার বাসিন্দা ও সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোল্যা রকিব উদ্দিনের পুত্র মোল্যা তছলিম উদ্দিন খুলনার একটি মাদ্রাসার একাদশ শ্রেনীর মেধাবী ছাত্র।
মোল্যা তছলিম উদ্দিন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোল্যা শরিফ উদ্দিনের আপন ভাইপো। মোল্যা শরিফ উদ্দিন ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তার আন্দুলবাড়ীয়া বাজারস্থ “মেসার্স মোল্যা পেইন্ট থাইগ্লাস এন্ড ষ্টিল হাউজ’র ব্যবসা দেখাশোনা করেন।
গত ২৩ সেপ্টেম্বর সকালে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল ক্রয় করে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ভ্রাম্যমান ছিট-কাপড় ব্যবসায়ী আলমের বাড়ীতে থাই গ্লাসের কাজ করছিলেন একই ব্যবসা প্রতিষ্ঠানের নির্ধারিত মিস্ত্রি তরিকুল ও হুসাইন। সেখানে কাজ দেখতে যায় মোল্যা তছলিম উদ্দিন।
দোতলায় এ্যালুমিনিয়াম থাই গ্লাসের কাজ করা কালে মোল্যা তছলিম উদ্দিন হঠাৎ দোতলার ছাদ থেকে রশি বেঁধে নেমে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে মাগুরায় মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে হেলিক্যাপ্টার যোগে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন।
সেখানের চিকিৎসার এক পর্যায়ে চিকিৎসক আহত মোল্যা তছলিম উদ্দিনের একটি হাত কেটে ফেলেন। এ অবস্থায় সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান মোল্যা তছলিম উদ্দিন।
নিহতের পিতা মোল্যা রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছেলে বেঁচে থাকবেন এই আশায় ডাক্তারের কথামত তার শরীর থেকে একটি হাত কেটে ফেলা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোন ভাবেই ছেলেকে বাঁচানো সম্ভব হল না।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,মোল্যা তছলিম উদ্দিন অত্যন্ত মেধাবী ও ভদ্র ছেলে হিসাবে এলাকায় পরিচিত। তার এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু একটি অনাকাংখিত ঘটনা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ায় ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন।