জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাজারে এক যুবককে মাদক ব্যবসায়ীরা আটকিয়ে নির্মম নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার যুবক আলফাজ উদ্দিন(২৫) থানা পুলিশের সোর্স এবং সম্প্রতি মাদক ব্যবসায়ীদের ফেনসিডিলের একটি চালান তাদের সহযোগীসহ পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার সন্দেহে নির্যাতন শেষে ফাঁকা স্টাম্পে সাক্ষর নিয়ে যুবককে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনাটি শনিবার বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলে। এ ঘটনায় জীবননগর থানায় নির্যাতিত যুবক লিখিত অভিযোগ দিয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর মাঝপাড়ার কৃষক আবুছার আলী বিশ্বাসের ছেলে আলফাজ উদ্দিন বলেন,আজ থেকে ৯-১০ মাস আগে নাকি বেনীপুর গ্রামের আজিজুল হকের ছেলে রাজু ও মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকতাদের ফেনসিডিলের একটি চালানসহ তাদেরকে একজনকে আন্দুলবাড়ীয়া
এলাকায় জীবননগর থানা পুলিশ আটক করেন। সেই ঘটনা আমার জানা না থাকলেও রাজু ও ইকতাসহ তাদের অজ্ঞাত সহযোগীরা আমাকে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বেনীপুর বাজারে আটকিয়ে তারা আমাকে বেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে আটকিয়ে বেধড়ক মারপিট শুরু করে।
আমার মোবাইল ফোনটিও তারা কেড়ে নেয়ার কারণে আমি কারো সাথে ঘটনার সময় যোগাযোগ করতে পারিনি। ঘটনার সময় আমি ও আমার গ্রামের তারিক বেনীপুর ধান্যখোলার দিকে মোটর সাইকেল যোগে যাচ্ছিলাম।
রাজু ও ইকতা আমাকে মারধর করে আর বলে তুই পুলিশের সোর্স। তুই আমাদের মাল(ফেনসিডিল) ও আমাদের লোক পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিস। তাতে আমাদের ৩ লাখ টাকা লোকসান হয়েছে। ওই টাকা তোকে দিতে হবে। পরে তারা রাত সাড়ে ৮ টার
দিকে আমাকে বেনীপুর বাজারে জনৈক হাফিজুল মুহুরীর ঘরে নিয়ে যায় এবং সেখানে ফাঁকা স্টাম্পে আমার সাক্ষর নিয়ে বলে টাকা দিতে না পারলে তোর বাড়ী থেকে গরু-ছাগল যা আছে সব ধরে আনা হবে এবং স্ট্যাম্প দিয়ে মামলায় ঝুলানো হবে। আমি আতঙ্কের মধ্যে আছি। আমি ঘটনার কিছু জানি না,অথচ তারা আমাকে সন্দেহ করে অত্যাচার নির্যাতন করছে। এ ঘটনায় আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আলফাজকে বিকালে আটকানোর পর রাতের বো ছেলে দেয়। শোনা মাদকের চালান ধরিয়ে দেয়ার অপরাধ আলফাজ উদ্দিন বেনীপুরের রাজু ও ইকতাসহ তাদের লোকজন মারপিট করে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম আরিফ জানান,ঘটনাটি আমি শুনেছি। কিন্তু ঘটনাটি মাদক সংক্রান্তে হওয়ায় আমরা কিছু বলতে চাইনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক ব্যবসায়ীরা কোন ভাবেই ছাড় পাবে না।