জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দূর্বৃত্তরা 

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে দুর্বৃত্তরা  কুপিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার  দিকে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাসে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ সভাপতি মিঠু(২৮) জীবননগর পৌর সভার শহরের  পোস্ট অফিসপাড়ার  কামাল হোসেনের ছেলে।
ঘটনাটি মূহুর্তের মধ্যেই শহরে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা -সমালোচনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মিঠুর সাথে এলাকার  কয়েক জন যুবকের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার কিছুক্ষণের মাথায় কয়েকজন যুবক মিঠুর ওপর হামলা চালিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
 এসময় পার্শ্ববর্তী লোকজন আহত মিঠুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার   ডা: আফরিন জানান, মিঠু নামের একজন রোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে   আসে তার বাম হাতের মাংসপেশীতে  আঘাত লাগার কারণে  অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় রেফার্ড করেছি।
 জীবননগর থানার অফিসার ইনচাজ এস,এম জাবিদ হাসান বলেন, ঘটনাটি আমরা শুনেছি।  তবে এখনও পর্যন্ত ঘটনার ব্যাপারে কেউ লিখিত দেয়নি। পরিস্থিতি শান্ত বর্তমানে শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *