জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের আবাসন প্রকল্পের বাসিন্দা ফুফু রাজিয়াকে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যুবক বেল্টু মিয়া(২৭)। ঘটনাটি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের আব্দুল আলিমের ছেলে বেল্টু মিয়া বলেন,আমার ফুফা ফারুক হোসেন আমার ফুফু রাজিনা খাতুনকে প্রায়ই অত্যাচার নির্যাতন করে থাকে। পারিবারিক ছোটখাটো ব্যাপারে নির্মম ভাবে অত্যাচার করে।
একই ভাবে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সরকারী আবাসন প্রকল্পের ঘরে আমার ফুফু রাজিয়া খাতুনকে একই ভাবে নির্যাতন করা কালে আমার বাবা আলিম খান তাকে করজোড়ে নিষেধ করার কারণে ফারুক হোসেন ক্ষিপ্ত হয়ে আমার বাবাও মারপিট করে। এ ঘটনা শুনে আমি সেখানে গিয়ে ফারুক হোসেনকে বলি আপনারা প্রায় দিনই কেন এমন করেন।
এ কথা আমার বলা শেষ না হলেও ফারুক তার হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিবেশীরা তার প্রতি চড়াও হলে সে পালিয়ে যায়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মহাসিন আলী বলেন,ঘটনার কথা আমি শুনেছি। তবে রাত অনেক হওয়ায় ঘটনাস্থলে যেতে পারিনি। শুনতে পেরেছি উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে পৃথক দু’টি অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই ঘটনার ব্যাপারে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।