জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ায় আদালতে বিরোধপুর্ণ জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে দু’জন আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার সকালে সংঘটিত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ার ইয়ারুল হোসেন বলেন,আদালতে আমাদের কৃষি জমি নিয়ে প্রতিবেশী মৃত হামেদ আলীর ছেলে বাদশা মিয়াদের(৪০) সাথে মামলা চলছে।
কিন্তু বাদশা মিয়া ও মুসা মিয়ার ছেলে জিতু মিয়ার(২০) আদালতের আদেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বিরোধপুর্ণ জমি দখল করতে সেখানে ধনে বীজ বপন করতে যায়।
এ সময় আমার বড় ভাই মতিয়ার রহমান তাদেরকে বাঁধা দিলে তারা আমার উক্ত বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
অন্যদিকে অভিযুক্ত বাদশা মিয়ার অভিযোগ আদালতের কোন নিষেধাজ্ঞাও নেই,আবার জমিও আমাদের দখলে। সম্প্রতি আমাদের উভয়পক্ষকে নিয়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালিস বৈঠকে বসেন।
সেখানে আপস নিস্পত্তি করে দেয়। কিন্তু দেশের পটপরিবর্তনের সাথে সাথে মতিয়ার ও তার ভাই ইয়ারুল আমাদের দখলে থাকা জমির একটি অংশ বেদখল করতে মরিয়া হয়ে ওঠে।
আমরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ধনে বীজ বপন করতে গেলে তারা বাঁধা প্রদান করে এবং আমাকে মারপিট করে জখম করে। আমার বাম চোখে মারাত্মক ভাবে আহত করে।
উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,আমি উভয়পক্ষ নিয়ে সম্প্রত একটি সালিস বৈঠক করে উভয়পক্ষকে বলেছিলাম।
বর্তমানে যার যার জায়গায় সে সে থাকো। আদালতের যে রায় হবে,সেই ভাবে জমি দখল ভোগ করবে। কিন্তু তারা আবার বৃহস্পতিবার সকালে মারামারি করেছে বলে শুনেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে পৃথক দু’টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত সাপেক্ষে কার্যকরি ব্যবস্থা করা হবে।