কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের  মতবিনিময় 

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-  ঝিনাইদহহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৫অক্টোবর) শনিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দুধসারা রোডে আল ফালাহ ইসলামি সেন্টার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে।

উপজেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান  মাস্টারের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় জামায়াতের মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শাহাবুদ্দিন খান  এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কোটচাঁদপুর- মহেশপুর ঝিনাইদহ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  শুরা সদস্য,  জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,  আপনারা সাংবাদিক জাতির দর্পণ।বিগত সৈরশাসন আমলে আপনাদের কন্ঠরোধ করা হয়েছে। সত্য তুলে ধরলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের সহ খুন, গুম করা হয়েছে।

এখন থেকে আপনারা সত্যটা তুলে ধরবেন আপনাদের সাথে আমরা আছি। আপনাদের সাথেই থেকে সমাজ থেকে মাদক, চাঁদাবাজ,  সন্ত্রাসী দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে তাদের কে উৎখাত করা হবে।

আপনারা আমাদের সাথে থাকলে সঠিক সংবাদ পরিবেশন করা হলে সমাজ থেকে সকল দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুলমাল সম্পাদক  রেজাউল ইসলাম সহ কর্মরত সাংবাদিক বৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *