জীবননগর খয়েরহুদায় দু’ছেলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে ভেঙ্গে দিল হাত থানায় মামলা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে দু’ছেলে তার বৃদ্ধ বাবাকে বেধড়ক পিটিয়ে একটি হাত ভেঙ্গে দিয়ে মারাত্মক আহত করেছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সংঘটিত হয়েছে। এ্ ঘটনায় জীবননগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা পুর্বপাড়ার মশিয়ার রহমান(৫৫) বলেন,আমি আমার প্রথম স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে আমার নিজ বাড়ীতে থাকি। অন্যদিকে আমার দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ইমন হোসেন(২২) ও জীবন হোসেন(১৯) আমার বাড়ী থেকে একটু দুরে বসবাস করে। তাদের সাথে আমার কোন বিরোধ নেই।

এ অবস্থায় আমি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে গ্রামের জনৈক তরুন মিয়ার চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় তারা দুই ভাই সেখানে হঠাৎ গিয়ে পৌছে এবং আমাকে বাঁশের লাঠি ও পেঁয়ারা গাছের শুকনা ডাল দিয়ে বেধড়ক মারপিট শুরু করে।

ইমন হোসেনের বাঁশের লাঠিতে আমার ডান হাত ভেঙ্গে যায়। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়লে জীবন হোসেন আমাকে পেঁয়ারার শুকনা ডাল দিয়ে পিটাতে থাকে।

পরে লোকজন আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। আমি এখনও বুঝে উঠতে পারছি না কেন তারা আমাকে হঠাৎ মারধর করল? আমি থানায় মামলা দিয়েছি,শুধু জানতে চাই,তারা আমাকে কোন অপরাধে এ ভাবে মারধর করল!

এ ব্যাপারে কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাবুল আক্তার বলেন,আমি ঘটনাটি শুনেছি। তবে কি কারণে কেন মারপিট করেছে তা জানি না। শুনেছি মশিয়ার তার দুই ছেলের নামে মামলা দিয়েছে। ইমন ও জীবন মশিয়ারের দ্বিতীয় স্ত্রীর ছেলে। তাদের মা মশিয়ারের নিকট থাকে না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনাটি দু:খজনক এবং মারাত্মক অপরাধ। ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *