আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন ওই ছাত্রীর মা।হয়েছেন।
শনিবার (১২-১০-২৪) সকালে এজাহার করেন তিনি। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ কুদু মিয়া নামে একজন গ্রেফতার করেছেন।
ভুক্তভোগীর মা বলেন,গত ৯ অক্টোবর দুপুর দুইটার সময় আমার মেয়ে একা ঘরে শুয়ে ছিল।
এ সময় পাশের বাড়ির মোহাম্মদ কুদু মিয়া (২৩) ঘরে যান। এরপর তাঁর হাত ও মুখ বেঁধে তাঁকে ধর্ষন করেন।
এ ঘটনার পর আমার মেয়ে আমাকে বিস্তারিত বলেন। বিষয়টি নিয়ে তাঁরা আমাকে মিমাংসার জন্য চাপ সৃষ্টি করেন।
এ কারনে থানায় এসে আইনের সহায়তা নেয়া সম্ভব হয়নি। কুদু মিয়া কোটচাঁদপুরের সাবদারপুর হঠাৎ পাড়ার হাসু মিয়ার ছেলে।
এদিকে পুলিশ এজাহার পাওয়ার পর অভিযানে যান কুদু মিয়াকে আটকের।
ওই অভিযানে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ আল মামুন।
তিনি বলেন,ভুক্তভোগীর এজাহার হাতে পাওয়ার পর কুদু ধরতে অভিযান চালানো হয়। এরপর তাঁকে সাবদারপুরের তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ ছাড়া ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।