জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যা চেষ্টা অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা-রাতে সংঘটিত হয়েছে। অভিযুক্ত রুবেল হোসেন(১৯) এর আগেও তার পিতাকে মারপিট করে জখম করেছিল।
এ ঘটনায় নির্যাতনের শিকার পিতা ফারুক হোসেন থানায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গাঙপাড়ার প্রান্তিক কৃষক ফারুক হোসেন(৪৫) বলেন,আমার ছেলে রুবেল হোসেন একজন মাদকাসক্ত ও বেপরোয়া প্রকৃতির। সে অবিবাহিত হলেও আমার সংসারে থাকে না। আমার বাড়ী ঘর ছেলে অন্যত্র বসবাস করে।
এ অবস্থায় সে গ্রামের জনৈক অহিদুল ইসলামের নিকট থেকে একটি গরু পোষানি নিতে চায়। অহিদুল ইসলাম গরু পোষানি দিবে কি দিবে না সে ব্যাপারে আমার নিকট জানতে গেলে আমি তার দায়িত্ব নিতে অস্বীকার করি। এতে আমার ছেলে রুবেল আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় হাতে একটি হাসুয়া নিয়ে আমার বাড়ীর মধ্যে প্রবেশ করে।
এ সময় আমি উঠানে একটি চেয়ারে বসেছিলাম। আমার গলায় কোপ দিতে গেলে আমি তার হাসুয়া চেপে ধরে ধস্তাধস্তি করতে থাকি। ধস্তাধস্তির সময় আমার গলায় হাসুয়ার সামান্য আচড় লাগে। পাশে থাকা লোকজন রুবেলকে ধরে চড় থাপ্পড় দেয় এবং কিছুক্ষণের জন্য বেঁধে রাখে।
এই ছেলে আমাকে ৫-৬ মাস আগে আরো একবার আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছিল। সেই ঘটনায় আমি আদালতে মামলাও দিয়েছিলাম। কিন্তু সন্তান হিসাবে মামলা চালানোর কয়েক মাসের মাথায় মামলাটি তুলে নিই।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মনিরুল ইসলাম দুদবারী বলেন,ঘটনার কথা আমি শুনেছি। আমি বাইরে আছি। বাড়ীতে গিয়ে ঘটনা জেনেশুনে করণীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রুবেল ইতিপু্র্বে তার বাবা-মাকে মারপিট করেছিল। তার বাবা কোর্টে মামলাও করেছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টি আপস নিস্পত্তি হয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।