জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণিল আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে জীবননগর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মুতাছিন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি হাজী মুন্সী মাহবুবুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন,জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, অনলাইন প্রবাহ বার্তা’র সম্পাদক আব্দুল্লাহ, জীবননগর পত্রিকার পরিবেশক জাকির হোসেন লিটন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পত্রিকার জগতে নতুন হিসাবে সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা প্রিন্ট ও মাল্টিমিডিয়া ইতিমধ্যেই কোটি কোটি মানুষের মনে জায়গায় করে নিয়েছে।
আমরা বিশ্বাস করি সমাজের অনিয়ম-দূর্নীতি, অসহায় বঞ্চিত মানুষের সংবাদ প্রকাশ করে যাবে কালবেলা পত্রিকা। কালবেলা বাংলাদেশের গণমাধ্যমের এক অনন্য মাইলফলক উদাহরণ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রিপন হোসেন, খোলা কাগজের প্রতিনিধি আজিজুর রহমান ডাবলু, দৈনিক বসুন্ধরা’র প্রতিনিধি মেহেদী হাসান সম্রাট, সকালের শিরোনামের প্রতিনিধি ওমর ফারুক, গ্রামের কাগজের প্রতিনিধি তুহিনুজ্জামান তুহিন, মূন্সী খোকন প্রমূখ।