জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিএনপির নেতার্মিদের মারপিট করে জখম ও চাঁদা দাবী ও মোটর সাইকেল ভাংচুরের অভিযোগে চুয়াডাঙ্গার জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ আওয়ামীলীগ
ও অঙ্গসংগঠনের ১২২ জন নেতাকর্মিসহ অজ্ঞাত আরো ১০-১৫০ জনের বিরুদ্ধে জীবননগার থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলায় জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমানকে পুলিশ শুক্রবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
আসামীদের মধ্যে এমপি আলী আজগার টগর ছাড়াও উল্লেখযোগ্য আসামীরা হচ্ছেন- উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,জীবননগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ৬ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান,ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার
জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন আনারের দায়ের করা এজাহারে অভিযোগ করেন,গত ১৮ জুলাই বিকাল সাড়ে ৩ টার সময় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগরসহ অন্যান্য আসামিরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গণশান্তি বিরোধী মিছিল নিয়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনকে বাঁধাগ্রস্থ ও আতঙ্কের সৃষ্টি করে। এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন আনার প্রতিবাদ করলে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও তার সহযোগী
অন্যান্য আসামিরা আনারের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আনারের সাথে থাকা তুষার নামের এক যুবদল নেতাকে তারা বেধড়ক মারপিট করে মারাত্মক ভাবে জখম করে। অন্যদিকে আনারের ব্যবহৃত এপাসি মোটর সাইকেলটিও তারা ভাংচুর করে ক্ষতি সাধন করে।
অভিযুক্ত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা বলেন,আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও আমি স্বচ্ছ রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন ধরে লাঞ্চিত বঞ্চিত।
এমপি টগরের সাথে নির্বাচনের পর থেকে আমার কোন সম্পর্ক সেই। সেখানে আমি কি ভাবে এমপি টগরের নেতৃত্বে মিছিলে অংশ গ্রহন করলাম? আমি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-২ আসনের সদ্য সাবেক এমপি আলী আজগার টগরের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোনের সংযোগ বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে মামলায় অভিযুক্ত অনেকেরই দাবী তারা আওয়ামীলীগের নুন্যতম সমর্থক এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাদেরকে প্রতিহিংসামুলক মামলায় আসামী করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলার আসামী সাবেক পৌর কাউন্সিলর মতিয়ার রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।