জীবননগর মনোহরপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে চার মাসে ৩ বার চুরি

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত জামে মসজিদের দান বাক্সে আবারও চোরের হানা। গত চার মাসে তিন দফায় দান বাক্সের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ শুক্রবার দিনগত শনিবার রাতে চোর চক্রের সদস্যা মসজিদের দান বাক্সে হানা দিয়েছে। মনোহরপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ীরা পাহাদারত অবস্থায় চোর চক্রটি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়।

জীবননগর-চুয়াডাঙ্গা ভায়া দর্শনা মহাসড়কের পাশে মনোহরপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে অবস্থিত মনোহরপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ। এ মসজিদের দান বাক্সটি সর্ব সাধারণের দানের সুবিধার জন্য বাইরে সংরক্ষিত।

কিন্তু অতিসম্প্রতি মসজিদের দান বাক্সের তালা কিংবা দান বাক্স ভেঙ্গে চোর চক্রের সদস্যরা দান বাক্সে থাকা দানের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। মুসল্লিদের অভিযোগ গত চার মাসে তিন দফায় চোর চক্রের সদস্যরা কখন দান বাক্স আবার কখনও দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে।

মনোহরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন,গত চার মাসে মসজিদের দান বাক্স ভেঙ্গে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। সর্বশেষ শুক্রবার দিনগত শনিবার রাতের যে কোন সময় মসজিদের দান বাক্সটি ভেঙ্গে ভিতরে কয়েক’শ টাকা চুরি করে নিয়ে গেছে।

অবাক করার ব্যাপার হচ্ছে, একদিকে বাসস্ট্যান্ড মার্কেটের ব্যবসায়ীরা রাতে পাহারা করছেন। অন্যদিকে মসজিদের দান বাক্স ভেঙ্গে চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে চোর সনাক্তের চেষ্টা করা হবে। তবে সমাজের সব ধরণের অপরাধ দমনে পুলিশি ব্যবস্থা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *