জীবননগরে এইচপিভি টিকা দানে এ্যাডভোকেসি সভা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কিশোরীদের বিনামূল্যে  এইচপিভি টিকা প্রদান বিষয়ক এক এ্যাডভোকেসি রোববার বিকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে।   হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(এইচপিভি) ক্যাম্পেইন পালন উপলক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.সাফিউল্লাহ নেওয়াজ,ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা.ওমর ফারুক,চুয়াডাঙ্গা জেলা  এসআই এমও ডা. খন্দকার ইমরান হাসিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,জীবননগর সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল,

জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিদর্শদক মুন্সী আব্দুস সবুর খোকন,এমটিইপিআই জুলফিক্কার হোসেন। অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় উপজেলার চারটি ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১০ বছর থেকে ১৪ বছর বয়সের কিশোরদেরকে বিনা মুল্যে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্কুল পর্যায়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ৫ হাজার ৫৯৭ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ে ১৮২ জনকে এ টিকা প্রদান করা হবে।  টিকা গ্রহণ কালে কোন পার্শপ্রতিক্রিয়ার সম্ভবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *