জীবননগর করচাডাঙ্গায় চোর চক্রের হামলায় যুবক জখম

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করচাডাঙ্গা চোরকে হাতেনাতে ধরে   গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়ার     পর চোর চক্রের হানায় কফিল উদ্দিন(৩০) নামের এক যুবক মারাত্মক ভাবে আহত হয়েছেন। ঘটনাটি শনিবার দিনগত রোববার রাতে সংঘটিত হয়েছে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা মাঠপাড়ার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, একই গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুর রহিম(৩০) চোর প্রকৃতির।

আব্দুর রহিম শনিবার দিনগত রোববার রাত আড়াইটার দিকে একই গ্রামের মৃত সামাউল সরকারের ছেলে কৃষক হানিফ সরদারের বাড়ীতে চুরি করার জন্য প্রবেশ করে।

এ সময় তাকে বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা হাতেনাতে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেয়। পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেয় গ্রামবাসী।

এদিকে ওই ঘটনার জের ধরে কথিত চোর আব্দুর রহিম ও তার লোকজন রোববার সকালে করচাডাঙ্গা লাইনপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কফিল উদ্দিনকে বেধড়ক মারপিট করে মারাত্মক ভাবে আহত করে।

প্রত্যক্ষদর্শী ওয়ালীউল্লাহ বলেন,আব্দুর রহিম চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারপিট করে। এ ঘটনার জের ধরে আবার রোববার সকালে রহিম ও তার লোকজন কফিলকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। ঘটনাটি গ্রামে আপস নিস্পত্তি না হলে থানায় মামলা দেয়া হবে।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার হাবিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা রাতে যা হয়েছিল,ওই পর্যন্তই সবাইকে চুপ থাকার দরকার ছিল। পরে রহিম যা করেছে তা ঠিক করেনি। তারপরও বিষয়টি এলাকায় নিস্পত্তির চেষ্টা চলছে। দেখা যাক শেষ পর্যন্ত হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *